মোহাম্মদ মাহামুদুল।
আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়। মায়াও হয় ভীষণ। কি ছিলাম আর কি হয়ে গেছি! মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম। সাদাসিধে অবুঝ, সাধারন। চোখের নিচে ছিলো না কালশিটে দাগ, ছিলো না মাথা ভর্তি দুশ্চিন্তা। অথচ আজ, মানুষের ভিড়ে নিজেকে যেনো নিজেই চিনতে পারছি না। বড্ড আবছা লাগছে!
আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আচমকা আতকে উঠি। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভাবি, “আমি তো এমন হতে চায় নি। তবে কেনো আমার সাথেই এমন হলো?”
কিছু জিনিস যে আমাদের হাতে থাকে না। এক প্রকারের কেমন যেনো হয়েই যায়! হয়তো তাই এই স্বার্থপরতার ভিড়ে নিজের বোকাসোকা বুদ্ধিতে চলতে পারি নি। এই অযাচিত মানুষের ভিড়ই আমায় শক্ত হতে বাধ্য করেছে। নমনীয়তা কমিয়ে রুক্ষ করেছে চোখ।
আজ এই চোখে বড্ড ক্লান্তি! হাঁপিয়ে উঠেছে বাস্তবতার মুখোশে। নিজের দিকে তাকানোর সাহস নেই। নিজের সামনে যেনো কেনো মতেই দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে এ যেনো আমি নই। যেনো আমি রূপী অন্য কেউ!
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।