মালদ্বীপের হুলোমালে সেন্টার পার্কের কাছে দুর্ঘটনায় চারজন আহত, সোমবার রাতে হুলুমালের’ সেন্ট্রাল পার্কের কাছে একটি দুর্ঘটনা ঘটে, এতে চারজন আহত হয়।
পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি মোটরবাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলে থাকা চারজন আহত হয়েছেন, এবং তাদের হুলোমালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী- এই দুজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পরপরই তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে আহতদের স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে রাখা হচ্ছে।
তাদের আঘাতের সুনির্দিষ্ট বিষয় এই মুহুর্তে অস্পষ্ট।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।