১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবুল নামের এক বাংলাদেশির ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত।
বুধবার নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ৪৪ বছর বয়সি পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর এই সাজা দেন।
২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতারের তারিখ থেকে এই সাজা দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০ এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টেরার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির ৩৭৬ বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।
১৩ বছর বয়সি মেয়েটির মা দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে অভিযুক্ত বাংলাদেশির ওপর নির্ভরশীল ছিলেন বলে জানা গেছে।
আহমাদুল কবির, মালয়েশিয়া
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।