বিনোদন ডেস্ক
কিছু দিন আগেই মেয়ে রাহা কাপুরের জন্মদিন উদযাপন করেছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরই মধ্যে নায়িকার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গুঞ্জন শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন ‘রণলিয়া’ জুটি। প্রথম সন্তানের এক বছরের মধ্যে ফের মা হওয়ার বিষয়টিকে নেটিজেনদের অনেকেই স্বাভাবিকভাবে নিয়েছেন।
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে এসে সম্প্রতি আলিয়ার মা হওয়ার জল্পনাকে আরও উসকে দিয়েছেন রাহার ফুফু কারিনা কাপুর খান। চলতি সিজনের কফির আড্ডায় আলিয়ার সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে।
শোয়ে মেয়ে রাহার প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাব সেই নিয়ে ঝামেলা তৈরি হয়।
সেই সময় আলিয়ার কথায় ফোড়ন কেটে কারিনা বলেন, এক কাজ করো— দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দুজনের দুটো সন্তান থাকবে।কারিনার এ কথায় লাজুক হাসি হাসতে দেখা গেছে আলিয়াকে।
২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, তার পর প্রেম। গত বছরের এপ্রিলেই বিয়ে করেন আলোচিত এই জুটি। বিয়ের দুই মাস যেতেই ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন আলিয়া।
বিয়ের বছর ঘোরার আগেই গত ৬ নভেম্বর আলিয়া-রণবীবের মেয়ের রাহার জন্ম হয়। চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এ তারকা জুটি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।