মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের জালান সিমুনজান লামার কামপুং স্পাওহ কুয়ারির কাছে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আজমান নামে এক প্রবাসী বাংলাদেশিসহ দুই জন নিহত হয়েছেন। নিকোলাস ইংকাতি (৪৭) নামে নিহত অপরজন স্থানীয় নাগরিক।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিকেল ৩টা ২৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সিমুনজান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সদস্যরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছান। পরে গাড়িতে আটকাপড়া হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়।
আরও পড়ুন,৫০১ অভিবাসী আটক করেছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ-বাংলাদেশি ১৫
এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরবর্তী পদক্ষেপের জন্য নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে, নিহত বাংলাদেশির কাছে মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনা সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসতে বা নিকটস্থ যেকোনো থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আহমাদুল কবির , মালয়েশিয়া
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট