এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমানের ভিতর কন্যাসন্তান প্রসব করেছেন বাংলাদেশি এক নারী। ওই বিমানটি তাবুক বিমানবন্দর থেকে জেদ্দা যাচ্ছিল। ফ্লাইট নম্বর ১৫৪৬’তে আরোহী ছিলেন বাংলাদেশি ৩০ বছর বয়সী নারী। তার প্রসব বেদনা শুরু হলে জরুরি সহায়তা দেন ফ্লাইটের অ্যাটেন্ডেন্টরা। তার দেখাশোনা করেন তারা। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।
জেদ্দায় বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা এয়ার ট্রাফিক টাওয়ার থেকে খবর পান যে, একজন নারী যাত্রী বিমানের ভিতর সন্তান প্রসব করেছেন। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেন তারা। বিমানবন্দরের জরুরি মেডিকেল ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় সব পূর্বসতর্কতা ও প্রস্তুতি নিতে বলা হয়। পাইলটকে বলা হয় মেডিকেল সুবিধা দেয়া যায় এমন কোনো গেটের খুব কাছে বিমান পার্ক করতে। সৌদি আরবের নারী প্যারামেডিকসহ একটি মেডিকেল টিমকে জরুরি সেবার দায়িত্ব দেয়া হয়।
তারা নিশ্চিত করেছেন যে ওই মা ও তার নবজাতক কন্যার অবস্থা স্থিতিশীল আছে। পরে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বাদশা আবদুল্লাহ মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।