মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড (এমএসিএল) এবং মালদ্বীপ ব্লাড সার্ভিস যৌথভাবে ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে রক্তদান শিবিরের আয়োজন করে।
(এমএসিএল) জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের সাথে সঙ্গতি রেখে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দান করাই এই ক্যাম্পের লক্ষ্য। সংস্থাটি উল্লেখ করে যে এই শিবিরের লক্ষ্য এই বিষয়ে (এমএসিএল) কর্মীদের মধ্যে সচেতনতা বাড়ানো।ইভেন্টটিতে বিপুল সংখ্যক কর্মচারী অংশ নিয়েছিল।
ক্যাম্পের উদ্বোধন করেন (এমএসিএলের) উপ-ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম থোহা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি রক্তদানের গুরুত্ব, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সহায়তা এবং রক্তদানের উপকারিতার ওপর গুরুত্বারোপ করেন।তিনি রক্তদানের গুরুত্ব অনুধাবন করে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
(এমএসিএল) জানিয়েছে যে রক্তদান শিবিরটি সমাজের কল্যাণে তাদের প্রচেষ্টার অংশ ছিলো।তিনি আশা প্রকাশ করেন, এই ক্যাম্প অভাবগ্রস্তদের সহায়তা প্রদানে কোম্পানির অবদানের ভূমিকাকে আরও জোরদার করবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।