বিনোদন ডেস্ক
ইতোমধ্য়েই সালমান খানের নতুন ছবি টাইগার ৩ -এর অ্য়াকশন দৃশ্যে ক্যাটরিনার কামাল দেখে তোলপাড় বলিপাড়া। মারপিটের দৃশ্যে ক্য়াটরিনার ফিটনেস দেখে হতবাক বলিউডের অন্যান্য অভিনেত্রীরা। বলিউডের দাবাং খান সালমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাটরিনা যেভাবে অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করেছেন, তা নিয়ে প্রশংসা করেছেন সালমানও। আর এবার ‘টাইগার ৩’-এর স্টান্ট নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানালেন, ‘টাইগার-৩’ ছবিতে জোয়া চরিত্রটি আগের দুটো ছবি থেকে আরও বেশি অ্যাকশন অবতারে। তাই ছবি শুটিংয়ের দুমাস আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়েছিল আমাকে। তবে এটা বলতে পারি, এই ছবিতে আমার অ্যাকশন দৃশ্যগুলো একেবারে নতুন কায়দার। কোনও অভিনেত্রী এর আগে এমন দৃশ্য়ে অভিনয় করেননি। জোয়া আমার কাছে খুব স্পেশাল একটা চরিত্র।
তার এই সাক্ষাৎকারের মাধ্যমে অন্য অীভনেত্রীদের এমন অ্যাকশন করার জন্য পরোক্ষভাবে চ্যালেঞ্জ দিলেন ক্যাটরিনা। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যা’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সলমন ভক্তরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আসন্ন দিওয়ালিতে। সূত্র: সংবাদ প্রতিদিন
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।