সোনার বাংলাদেশে কোনো উত্তরসুরী তৈরী করেনা ।
বাংলাদেশে রাজনীতি, সামাজিক সংগঠন, খেলোয়াড় বলেন,,বা সাংবাদিক বলেন কেউ নিজের জায়গা ছাড়তে চায়না। যুগের পর যুগ একই মেধা নিয়ে খাত টারে পঁচাইয়া ফেলবে। জায়গা তো ছাড়বেই না বরং কেউ যাতে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে না উঠতে পারে ,কেবল তাকেই যেনো প্রয়োজন পরে,এই কারনে তারা কোনো উত্তরসুরী তৈরী করেনা । হতেও দেয়না।
একটা সময় আসবে এরা আর জায়গা দখল রাখার শক্তি রাখবে না কিন্তু তত দিনে যা সর্বনাশ হওয়ার হয়ে যাচ্ছে। সব গুলো জায়গা হয়ে যাচ্ছে নেতৃত্বশূণ্য, উন্নতিতে এক জায়গায় স্থির।
ক্রিকেটে আমি সেরা , আমি ছাড়া বাংলাদেশ শূন্য এই একটা ভেক ধরে আমাদের বারোটা বাজাইয়া ফেলতেছে। ফর্মে থাকুক না থাকুক, নেতৃত্ব হোক না হোক আমি সেরা। এই টা কি ভাই? আজীবন কেউ সেরা থাকে না । অন্যদের খেলতে দেন , উঠতে দেন ।
অন্য খাত গুলাতে নতুনরা জায়গা নিতে পারবেনা । কারন রাজনীতিবিদ বা সাংবাদিক নিজ কাজে থাকেন মরে যাওয়ার আগ পর্যন্ত। তাদের পরের সব গুলো প্রজন্ম ঝরে যাবে বড় হতে না পেরে। তারা টিকে থাকবেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।