ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে ইতোমধ্যে ২ হাজার শিশুকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।
সোমবার (২৪ অক্টোবর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা “সেভ দ্য চিল্ডরেন” এক বিবৃতিতে এ তথ্য কনিশ্চিত রেছে। পাশাপাশি গাজ্জা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণার আহ্বানও জানিয়েছে শিশুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক এই সংস্থাটি।
বিবৃতিতে সেভ দ্য চিল্ডরেনের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলের বিমান অভিযানের জেরে গাজ্জা নির্বিচারে হতাহত হচ্ছে শিশুরা। এ পর্যন্ত সেখানে অন্তত ২ হাজার শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক হাজার।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে গাজ্জায় শিগগিরই যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি, শিশুদের নিরাপত্তার ব্যাপারটি বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যাপারে আরও তৎপর হবে।
সেভ দ্য চিল্ডরেনের বিবৃতিতে আরও বলা হয়েছে, গত চলমান এই যুদ্ধে আক্ষরিক অর্থেই ‘ফাঁদে পড়েছে’ গাজ্জা উপত্যকার ১০ লাখেরও বেশি শিশু। কারণ উপত্যকায় এমন কোনো স্থান নেই— যেখানে তারা নিরাপদ বোধ করতে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসা উপকরণ ও বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে, সেক্ষেত্রে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছে আন্তর্জাতিক এই এনজিও।
এদিকে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, ইসরাইলী বিমান বাহিনীর হামলায় গাজ্জায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন।
বিমান বাহিনীর হামলা ও জ্বালানি ঢুকতে না পারার কারণে গাজ্জার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে উল্লেখ করে কুদরা বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজ্জার স্বাস্থ্যসেবা ব্যবস্থা।
সূত্র : সিএনএন
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট