গহনা ও স্বর্ণের সূচিকর্মে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা নিষিদ্ধ করেছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার (২০ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম আরব নিউজ এবং ওকাজ এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়খের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের গহনা তাজিব হিসবে ব্যবহার করার আশঙ্কা রয়েছে; যা ইসলামে নিষিদ্ধ।
শীর্ষ সৌদি আলেম আরও বলেছেন, ‘সোনার গহনাগুলোতে এই ধরনের খোদাই কোরআনের আয়াতের পবিত্রতাকে নষ্ট করে। কারণ এসব গহনা পরিধানকারী যখন টয়লেটে প্রবেশ করে তখন এসব গহনা অপবিত্র হয়ে যায়।’
ফেডারেশন অব দ্য সৌদি চেম্বার অব কমার্সকে উদ্দেশ্য করে এক চিঠিতে এই নিষেধাজ্ঞা তুলে ধরা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।