স্টেট ইলেকট্রিক কোম্পানি লিমিটেড (স্টেলকো) ফিলিস্তিনের নাগরিকদের জন্য আন্তর্জাতিক এইড ক্যাম্পেইন (আইএসি) ত্রান তহবিলে মালদ্বীপের (এমভিরা) ৫ লাখ (রুপিয়া) দান করেছে।
আজ সোমবার ( ২৩ অক্টোবর) স্টেলকো বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল এইড ক্যাম্পেইনের (আইএসি) কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।
স্টেলকোর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শরীফ কোম্পানির পক্ষ থেকে (আইএসির) কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। চেয়ারম্যান আহমেদ ইকবাল আইএসির পক্ষে চেক হস্তান্তর করেন।
ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য IAC-এর তহবিল সংগ্রহ কার্যক্রমকে সমর্থন করার জন্য স্টেলকোর প্রধান কার্যালয়ের লবি এলাকায় একটি তহবিল সংগ্রহের বাক্সও স্থাপন করা হয়েছে।
আইএসি এবং ধভেহি মিডিয়া যৌথ উদ্যোগ ফিলিস্তিনকে সাহায্য করার জন্য একটি টেলিথনও পরিচালনা করেছে।
মালদ্বীপে ইসরায়েলের বিরুদ্ধে নানা তৎপরতা চলছে। মালদ্বীপের জনগণ যে ফিলিস্তিনের সঙ্গে আছে তা দেখাতে রাজধানীতে দুইটি বিশাল সমাবেশ ও সাইকেল র্যালি করা হয়েছে। সারাদেশে সমাবেশও হচ্ছে।
সূত্র স্থানীয় গণমাধ্যম।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।