মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার লোক ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে এবং যুদ্ধ বন্ধ ও সর্বাত্মক অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে দ্বিতীয় শুক্রবার রাতে ২০ অক্টোবর রাজধানী মালে' সিটিতে র্যালি ও সমাবেশ করেছে ,বিপুল সংখ্যক মানুষ অংশ নেয় এবং মিছিলকারীরা ইসরায়েলি ইহুদিদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানায়।মালদ্বীপ ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দ্বিতীয় সমাবেশটি রাসফান্নু এলাকায় শুরু হয়।
হামাসের আকস্মিক হামলার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। অবিরাম ইহুদি হামলার মুখে এ পর্যন্ত চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজারেরও বেশি আহত হয়েছে।
র্যালিতে সব বয়সের শত শত মানুষ অংশ নেন।র্যালির অংশগ্রহণকারীরা রাসফান্নু থেকে মাজেদি মাগু জুড়ে হেনভেইরু স্টেডিয়ামে সমাবেশের সমাপ্তি ঘটান, যেখানে তারা মালদ্বীপে ইসরায়েলি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করার আহ্বান জানায়।
সমাবেশে ফিলিস্তিনের মুক্তি এবং দেশটিতে ইসরায়েলের অমানবিক হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। র ্যালিকারীরা ফিলিস্তিনিদের সহায়তা প্রদানকারী রাফাহ সীমান্ত খুলে দেয়ার ও আহ্বান জানিয়েছে।
বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট