বুড়িচং, কুমিল্লা।।
বুধবার (১৮ অক্টোবর)দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালিত । এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ েখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এসময় র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাবরেজিস্টার রাজেশ চক্রবর্তী, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল করিম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এএনবি২৪ নিউজ/গাজী জাহাঙ্গীর আলম জাবির।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট