শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে মালদ্বীপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে। একই সঙ্গে যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল দিবস উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ।
বুধবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী মালের সী-বিল্ডিং এর মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে, সন্তান ও পরিবারের সদস্যদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ রাসেলের জীবনধারা তুলে ধরতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতাব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন। দূতাবাসের তৃতীয় সচিব চন্দন কুমার শাহা, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা কাউছার আহমেদ
আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি কেক কাটা হয় এবং বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন মাওলানা তাইজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে দুলাল মাতব বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে নিশ্চই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রজন্মের নন্দিত নেতা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারতেন। তার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের একজন ভবিষ্যত নেতাকেই হারাতে হয়েছে এ জাতির। শেখ রাসেলকে আজ যথার্থভাবে স্মরণ করা হবে যদি আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারি।
অনুষ্ঠানে যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিশনের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্, প্রবাসী ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান, প্রবাসী ডা: সুজন চন্দ্র পাল, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিইও মাসুদুর রহমান, মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, সোশ্যাল ওয়ার্কাস এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, মালদ্বীপ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ. আর মামুন, আবু রাসেল সালমান, এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা সহ প্রবাসী ডাক্তার, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ।
,
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।