
গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু গত বছরের জুন মাসে নিজেকে বিয়ে করে তাক লাগিয়েছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল দেশে। এবার প্রায় একই ধরনের ঘটনায় খবরে ব্রিটেনের এক তরুণী।
তার দাবি, দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পরেও পছন্দের পাত্র মেলেনি। অথচ, জমকালে বিবাহ অনুষ্ঠানের সাধ ছিল বেজায়। সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।
৪২ বছরের এই তরুণীর নাম সারা উইলকিনসন। তার দাবি, ঠিকঠাক বিয়ের জন্য গত দুই দশক ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু উপযুক্ত পাত্র পাননি। যদিও জমকাল বিবাহ অনুষ্ঠান নিয়ে বরাবর আগ্রহ ছিল। অতএব, দেরি না করে কার্যত নিজেকেই বিয়ে করলেন। বিশেষ দিনটির জন্য কিনেছিলেন দামী আংটি। অভিনব বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারার নিকট আত্মীয় ও বন্ধুমহল।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর নিজের বিয়েতে নিজ হস্তে খরচ করেন সারা। খরচ হয়েছে ১০ লাখ টাকার বেশি। যদিও অতিথিদের সংখ্যা ছিল সব মিলিয়ে ৪০ জন। কিন্তু বধূবেশের সাজ থেকে শুরু করে বাসর ঘর সাজানো, এলাহি খাওয়া-দাওয়াতে বিপুল খরচ করেন তরুণী।
সারা উইলকিনসন বলেন, ‘এটাকে রীতি মাফিক বিয়ে বলবেন না অনেকে। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থই খরচ করেছি আমি। কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না। অনেকে অবিবাহিতই হয়তো ভাবছেন, যদি সারার মতো সিদ্ধান্ত নিতে পারতাম।’
