অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। এখন তাদের ফিরতি ম্যাচ ১৭ অক্টোবর। এই ম্যাচ খেলতে গতকাল দুপুরে ঢাকায় এসেছে মালদ্বীপও। ১৭ তারিখের ম্যাচে যে দল জিতবে তারাই কোয়ালিফাই করবে বাছাই পর্বে। অ্যাওয়ে মাঠে গোলের সুবিধা বাদ দিয়েছে ফিফা। ফলে মালেতে ড্র করা জামালরা ঢাকায় ড্র করলে খেলা গড়াবে টাইব্রেকারে।
গতকাল মালদ্বীপের মালেতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিরতি পর্বের ম্যাচ ঢাকায় ১৭ অক্টোবর। সেই ম্যাচ খেলতে আজ দুপুরে ঢাকায় আসছে মালদ্বীপ।
বাংলাদেশ দল গতকাল ম্যাচ খেলে আজ রওনা হবে। জামালরা ঢাকায় পৌছাবেন সন্ধ্যা পৌনে সাতটায়। বাংলাদেশ দলের আগেই ঢাকা পৌঁছাবে মালদ্বীপ দল। দুপুর পৌনে দুইটায় তাদের ঢাকায় আসার কথা রয়েছে।
মালদ্বীপ ফুটবল দলের সঙ্গে আসবেন বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। বাফুফের দায়িত্ব ছাড়ের পর এই প্রথম বাংলাদেশে আসছেন। পল গত চার বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। তাই মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন তাদের ট্যাকনিক্যাল ডাইরেক্টরকে নিয়েই দল পাঠাচ্ছে।
বাংলাদেশ গতকাল অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। সাধারণত অ্যাওয়ে ম্যাচের গোল গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সেটা বিবেচ্য হচ্ছে না। ফলে ১৭ অক্টোবর নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। ১৭ অক্টোবরের ম্যাচে জয়ী দলই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।