
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে এমরান হোসেন (৪০) নামে এক সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ের সামনের একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে।
নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দালাল বাড়ির আবুল বাসারের ছেলে।
শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের নাহার জানান, চিৎকার শুনে ওই বিল্ডিংয়ে গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। স্বামী এমরানের মাথা কোলে নিয়ে স্ত্রী চিৎকার করছেন। এ সময় তার গলা সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল।
আরেক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জিসান আহমেদ বলেন, চিৎকার শুনে দৌড়ে এসে দেখি পুরো ফ্ল্যাটে রক্ত। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত এমরান হোসেনের স্বজনরা জানান, এমরান সৌদি প্রবাসী ছিলেন। বিয়ের পর থেকে ১০ বছর ধরে হাজীগঞ্জে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ জানান, হাসপাতাল থেকে এমরানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।