মালদ্বীপের রাজধানী মালেতে দোকানে প্রবেশ করে এক বাংলাদেশী নাগরিককে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করা মহিলাকে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে এক মোবাইল দোকানে ঢুকে মো. আলাউদ্দিনকে ছুরিকাঘাত করেন ২৯ বছর বয়সী স্থানীয় ওই নারী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার মহিলাকে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে, দুর্বৃত্তের হামলায় আহত প্রবাসী বাংলাদেশিকে দেখতে মিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল রোববার, ৮ অক্টোবর গিয়েছিলেন। তারা কর্মক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
আহত মো. আলাউদ্দিন রাজধানী মালের ড্রিমস মোবাইল দোকানের কর্মী। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার ৪নং ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামে।
আলাউদ্দিনের সহকর্মী জানান, দোকানে ক্রেতা সেজে আসা একজন নারীর সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী সঙ্গে থাকা ছুরি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে দোকান থেকে বের হয়ে যান।
মালদ্বীপের পুলিশ সার্ভিস (এমপিএস) নিশ্চিত করেছে, রোববার সন্দেহভাজনকে রিমান্ড শুনানির জন্য হাজির করা হলে ক্রিমিনাল কোর্ট তাকে রিমান্ডে নেয়।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অধিকতর তদন্ত চলছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।