মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের সুলতান সোলাইমান সিটি শিল্পাঞ্চল এলাকার একটি সার উৎপাদন কারখানায় গ্রাইন্ডিং মেশিনে আটকা পড়ে সাইফুল সরদার নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন বিভাগের সহকারী পরিচালক, সিনিয়র ফায়ার সুপারিনটেনডেন্ট আহমেদ মুখলিস মুখতার।
দুর্ঘটনার বিষয়ে মুখলিস জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে একটি দুর্ঘটনার খবর আসে। এরপরই ঘটনাস্থলে দমকলকর্মী এবং কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক কাজ করার সময় প্রক্রিয়াজাতকরণ প্লান্টের গ্রাইন্ডিং মেশিনে আটকা পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করেছে। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল সরদার ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। চিৎকার শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর চলে যায়।
মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু
প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়া প্রবাসী
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।