মালদ্বীপের এডুভেস্ট স্টাডি এক্সপোতে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৫ দেশীয় আন্তর্জাতিক এডুভেস্ট স্টাডি এক্সপোতে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ফাউন্ডার্স প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন ও আইচি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান উলফাত জাহান মুনের নেতৃত্বে এক্সপোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
উচ্চশিক্ষার নিশ্চয়তায় মালদ্বীপে এডুভেস্টের এডুকেশন এক্সপো ২০২৩ এতে শীর্ষস্থানীয় বিদেশি বিশ্ববিদ্যালয় গুলো অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হয়েছে এডুভেস্টের এডুকেশন এক্সপো ‘এডুভেস্ট স্টাডি অ্যাব্রোড এক্সপো ২০২৩’।আজ ৭ সেপ্টেম্বর ছিলো শেষ দিন।
মালদ্বীপের মীরুমায় অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ড. ইব্রাহিম হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিনাল এস এম আবুল কালাম আজাদ এবং অস্ট্রেলিয়া, ও মালয়েশিয়ার হাইকমিশনাররা।
আজ শেষ দিনে অনেক প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেখা গেছে। বিশেষ করে থাই এয়ারওয়েজের সিনিয়র কর্মকর্তা আবদুল হান্নান রাজু, মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান জহিরুল ইসলাম,আলতাফ হোসেন, মনির হোসেন,
এবারের এডুভেস্ট স্টাডি এক্সপো ২০২৩- এ প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অনলাইনে ফরম পূরণ করেছেন। এদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় ছিলো বাংলাদেশ।বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই এক্সপো সবার জন্য উন্মুক্ত ছিল। ইভেন্টটি শেষ হয়েছে আজ ৭ সেপ্টেম্বর শনিবার রাত দশটায়।
এডুভেস্টের শিক্ষা প্রদর্শনীর শেষদিন, দর্শকদের মধ্যে ড্র করে ভাগ্যবান বিজয়ীকে দুটি বিশেষ উপহার সহ অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য দুটি মূল্যবান উপহারের ব্যবস্থা করা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট