অনলাইন ডেস্ক:
অনিকেত চট্টোপাধ্যায়ের ‘গোড়ায় গণ্ডগোল’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেন সম্পূর্ণা লাহিড়ী। সুহানা হিসেবে দর্শকদের খুব কাছের মানুষ তিনি হয়েছেন। সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়ে সমুদ্রের ধারে রিল্যাক্সের ফাঁকে লাস্যময়ী পোজ দিতে ভোলেননি তিনি। আর একের পর এক সে ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেত্রী। তাতেই বেঁধেছে বিপত্তি। প্রিয় অভিনেত্রীর বিকিনি পরে সমুদ্রের পারে বাথটাবে ভরা ফেনায় ঢাকা লাস্যময়ী ঢং এর ছবি কে কটাক্ষ করতে ছাড়েননি ভক্তরা।
জি নিউজ বাংলার প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপের ছুটি কাটানোর ছবি পোস্ট করতেই সম্পূর্ণার ছবির নিচে শুরু হয়েছে নেটজেনদের নোংরা মন্তব্য
জানা যায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কখনও বিকিনি পরে রোদ পোহাতে , কখনও আবার জলকেলিতে মত্ত নায়িকা। এর মাঝেই তার জলকেলির ভিডিও দেখে নেটদূনিয়ায় ঝড় উঠেছে ।
আরও পড়ুনঃ ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর মালদ্বীপের হ্যান্ডবল বদলে দেওয়া বাংলাদেশি আমজাদ
সমুদ্রের পারে বাথটবে ভরা ফেনায় ঢাকা সম্পূর্ণার ছবিতে নানা নোংরা মন্তব্য শুরু করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ব্রায়ের দাগ দেখা যাচ্ছে পিছনে। কেউ আবার লিখলেন, শরীর থেকে ফেনা সরিয়ে দিন।
তবে এই ট্রোলের জবাব দিতে নারাজ অভিনেত্রী। বরং এসব কটাক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে সম্পূর্ণা এনজয় করছেন তার জীবন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।