জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ইতোমধ্যে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইজু দ্বীপে এই ভূমিকম্প আঘাত আনে। এর উৎস ছিল তোরিশিমা দ্বীপে, গভীরতা ছিল ১০ কিলোমিটার।
রাজধানী টোকিও থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তোরিশিমা দ্বীপ। এটি জনমানবশূন্য। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের পর ওই দ্বীপে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখন সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একই এলাকায় সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার সকালের ভূমিকম্প পর্যন্ত ভূমিকম্পের কার্যকলাপ লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক দিনগুলিতে ৬ মাত্রার উপরে একাধিক ভূমিকম্পও পরিলক্ষিত হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট