গাজীপুরের শ্রীপুরে মাত্র ৭ দিনের সন্তান রেখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সুমা আক্তার নামের এক মা।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলার কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমা।
সুমা আক্তার পৌর এলাকার বহেরারচালা গ্রামের আবুল হাশেমের মেয়ে। স্বামী আল আমীন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী।
সুমা আক্তারের দেবর ফিরোজ জানান, গত বুধবার পৌর এলাকার মাওনা চৌরাস্তার নিউ ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক মেয়ের জন্ম দেন সুমা আক্তার। বাসায় নেওয়ার পর থেকেই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন তিনি। অবস্থা খারাপ হলে পূনরায় মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে সেখানেই ডাক্তারি পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। তাৎক্ষণিক ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল যাওয়ার চেষ্টা করে। ওই হাসপাতালের গেটে পৌঁছাতেই একপর্যায়ে হঠাৎ অবস্থার অবনতি হয়ে শ্বাসকষ্ট শুরু হয় সুমার। হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী আল আমীন বলেন, ৭ বছর আগে বিয়ে হয়েছিল আমাদের। মাত্র ৭ দিন আগে সুমার কোলজুড়ে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে ওয়াজিহা নুর। কিছু বুঝে ওঠার আগেই মা হারালো সে। আমি কি বুঝাইব তাকে।
স্থানীয় আমজাদ হোসেন বলেন, পৌর এলাকার মাওনা চৌরাস্তায় অবস্থিত বেশীর ভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অপরিচ্ছন্ন থাকে। যেগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি। আজকে ৭দিনের শিশু তার মাকে হারালো। এমন ঘটনায় আমরা শোকাভিভূত হয়েছি।
এদিকে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিহতের গ্রামের বাড়ি পৌর এলাকার বহেরারচালা গ্রামে নিহত সুমা আক্তারের দাফন সম্পন্ন হয়। ৭ দিনের সন্তান রেখে মায়ের এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque