স্বল্প সময়ের বিরতি দিয়ে চলমান এক দফা দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপি। শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে ৭ অক্টোবর শুরু হয়ে ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে এই লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটবে ১৮ অক্টোবর।
কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৯ অক্টোবর ঢাকাসহ জেলা ও মহানগরে মিছিল/সমাবেশ এবং ১৪ অক্টোবর অনশন, এক দফার দাবিতে ১২ অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ১৬ অক্টোবর যুব কনভেনশন করবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট