জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। তিনি তার ফেসবুক পেজ নিয়ে এখন বিপদে পড়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (২ অক্টোবর) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি জানান, তার দুটো ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছে। পেজ দুটোর নিয়ন্ত্রণ এখন তার কাছে নেই।
ফাহমিদা নবীর ভাষ্য, আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ, কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী গণমাধ্যমে বলেন, আমাকে সবাই সাইবার ক্রাইমে অভিযোগ করে পেজ দুটি উদ্ধারের জন্য সহযোগিতা নিতে বলছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি।
নিয়মিত সংগীতচর্চার ছাড়াও ফাহমিদা নবী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফেসবুকে তিনি গানের বিভিন্ন খবর ছাড়াও নিয়মিত কবিতা প্রকাশ করেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।