জার্মানির মানহাইম শহরে দীর্ঘ ৩০ বছর ধরে তথ্যপ্রযুক্তি খাতে সেবা দিয়ে আসছে বাংলাদেশি মালিকানাধীন সিএলএস কম্পিউটার। প্রবাসী বাংলাদেশি দেওয়ান শফিকুল ইসলাম ১৯৯৩ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তরুণ অবস্থায় ১৯৮৬ সালে তিনি উচ্চশিক্ষা আর উন্নত জীবনের সন্ধানে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন। ছাত্রজীবন শেষ করে ক্ষুদ্র পরিসরে সিএলএস কম্পিউটারের মধ্য দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। সে দিনের সেই ক্ষুদ্র প্রতিষ্ঠান এখন জার্মানির তথ্যপ্রযুক্তির বাজারে পরিচিত একটি নাম।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ৩০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) মানহাইমে সিএলএসের হেডকোয়ার্টারে দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রেতাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া সিএলএস টিম এবং এর কর্ণধার দেওয়ান শফিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।
ধৈর্য এবং পরিশ্রমের সঙ্গে সততার সমন্বয় থাকলে সহজেই সফলতা লাভ করা সম্ভব বলে জানান দেওয়ান শফিকুল ইসলাম। তিনি জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মান ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন।
সিএলএস কম্পিউটারের মাধ্যমে দেওয়ান শফিকুল ইসলাম প্রবাসী বাংলাদেশিসহ অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট