মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার দেশটির কোটা ভারু গুয়া মুসাং জেলার পুলিশপ্রধান সুপ্ত সিক চুন ফু এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারদের মধ্যে আটজন ভারতীয় এবং চারজন বাংলাদেশি রয়েছেন।
১২ অভিবাসী শনিবার দুপুর ১টার দিকে এক্সপ্রেস বাসে রাজধানী কুয়ালালামপুর থেকে ভারু গুয়া মুসাংয়ে যাচ্ছিলেন। পথে গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস (অভিযান) চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।
পুলিশপ্রধান সুপ্ত সিক চুন ফু বলেন, ‘বাসযাত্রীদের স্ক্রিনিং করার সময়, আট ভারতীয় এবং চার বাংলাদেশি কোনো শনাক্তকরণ বা বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হয়। তাদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে তদন্তের জন্য গুয়া মুসাং পুলিশ সদর দপ্তরে রাখা হয়েছে।’
গত ৩০ আগস্ট কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেফতার করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
q[প্রিয় পাঠক, এএনবি২৪ অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন anbnewsbd@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট