প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৫৯ এ.এম
মালদ্বীপ প্রবাসী মাইন উদ্দিনকে টিকেট হস্তান্তর।

মালদ্বীপ প্রতিনিধি।
গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী মাইন উদ্দিন কে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড- এর অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করা হয়েছে।
আজ রোজ রবিবার (১৭ সেপ্টেম্বর) এই টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এ সময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মাইন উদ্দিন এর দেশের বাড়ী নরসিংদি জেলার রায়পুরা উপজেলায়।
উল্লেখ্য, মাইন উদ্দিন কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তার দ্রুত দেশে ফিরে যাওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন প্রায়ই এ ধরনের উদ্যোগ নেয়। এর আগে গত মে মাসে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ও বেকারত্বের কারণে অর্থনৈতিক সংকটে দেশে যেতে না পারায় প্রবাসী বাংলাদেশি কর্মী ফকির মোহাম্মদ ইলিয়াসকে দেশে ফিরে যাওয়ার জন্য বিমানের টিকিট হস্তান্তর করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।