কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর ফাইরোজ শাফিন মুনমনু (২১ ) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত ফাইরোজ শাফিন মুনমুন ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ২৪ নম্বর এভিনিউতে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ক্যালগ্যারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরইমধ্যে মুনমুনের মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন ক্যালগ্যারির প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন: ইউক্রেনে ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না জার্মানি-anb24.net ✍️
এ বিষয়ে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট অফিসের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনরার খলিলুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব আমরা নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানো ব্যবস্থা করব।
এদিকে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ক্যালগ্যারির বায়তুল মোকাররম মসজিদে নিহত শাফিন মুনমুনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালগ্যারি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।