মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনের নেতৃ-বৃন্দের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মালদ্বীপের রাজধানী মালে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ আলীর সফরসঙ্গী ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ড. মো: আজাদুল হক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া।
মামুন মিয়ার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী, দুলাল হোসেন, প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন, ব্যবসায়ী নাছির হোসেন, আয়োজক সংগঠন এর উপদেষ্টা শাহ জালাল শিকদার, সাইফুল ইসলাম, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি সারওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ জয়সহ মালদ্বীপে বিভিন্ন জেলার সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মালদ্বীপের নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিকের আমন্ত্রণে মালদ্বীপের নির্বাচন পর্যবেক্ষণ করতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সংগঠক বৃন্দ মালদ্বীপে আসেন। তাদের আগমন উপলক্ষে মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী সংগঠনের নেতৃ-বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।