
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড়ে এক পাহাড়ী গৃহবধু কে ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.রহমত উল্যাহ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত মো. রহমত উল্যাহ ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়ন এর নতুনবাজার এলাকার বাসিন্ধা মো: শামসুল হুদার ছেলে।
গত রবিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ী এলাকায় ভিকটিমের ফল বাগানের চৌচালা ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর সোমবার রাতে ভিকটিমের স্বামী রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টাকারী মো. রহমত উল্যাহ বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন।
মামলার এজহারে জানা যায়, ভিকটিম পাহাড়ী নারী (১৮) এর স্বামীর নিজস্ব একটি মিশ্র ফল বাগানের পাহারাদার হিসেবে পূর্ব পরিচিত রহমত উল্যাহকে দায়ীত্ব দিয়ে প্রতিদিনের মত ভিকটিম তার স্বামীর সাথে বাগানের চৌচালা ঘরে ঘুমিয়ে পড়লে রাতে ধর্ষণের উদ্দেশ্যে রহমত উল্যাহ কৌশলে ঘরের দরজা খুলে ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ চেষ্টা চালালে ভিকটিম নারীর আত্ম-চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণ চেষ্টাকারী অন্ধকারে পালিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, স্মার্ট প্রযুক্তির সহযোগীতায় অভিযোগের তিন ঘন্টার মধ্যে গভীর রাতে দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।