মালদ্বীপে গত মাসে চীন থেকে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন মালদ্বীপের পর্যটক মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায় দেখায় যে করোনা মহামারীর পরে বেশির ভাগ পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে চীন থেকে।
পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, জুলাই মাসে মাসে চীন থেকে ১৫৫৩.৪ শতাংশ প্রবৃদ্বি অর্জন করেছে।
২০১৯ সালে করোনা মহামারীর আগে মালদ্বীপে সবচেয়ে বেশি পর্যটন ভ্রমণ করেছে চীন থেকে।করোনা প্রাদুর্ভাবের আগে,২০১৯ সালে চীন থেকে ২৮৪০২৯ জন পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে। সেই বছর মোট পর্যটক ভ্রমণের ১৬ দশমিক সাত শতাংশ ছিল।
কোভিড-১৯ মহামারী চলাকালীন সময় চীনা সীমান্ত বন্ধ হওয়ার পরে ২০২০ সালের মার্চ মাসে চীনা পর্যটকের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। তিন বছর পর এ বছর সীমান্ত খুলে না দেওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত ছিলো।
করোনা মহামারি পরের চীন চলতি বছর ১৮ জানুয়ারী, মালদ্বীপে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে। এই বছরের জুলাই পর্যন্ত মোট ৯২৩৯১ জন পর্যটক চীন থেকে মালদ্বীপে ভ্রমণে এসেছে । গত মাসে মালদ্বীপে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ছিল ১৫১৫৮৭ জন। এর মধ্যে ২৮৯৩৯ জন পর্যটক চীন থেকে এসেছে। চীন বর্তমানে মালদ্বীপের তৃতীয় বৃহত্তম পর্যটন বাজার।
পর্যটন মন্ত্রণালয় বলেছে চীন ভ্রমণের জন্য খোলার পর থেকে গত ছয় মাসে চীনা পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে।
এএনবি২৪ ডট নেট /আন্তর্জাতিক ডেস্ক।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।