
এই সমাজে, দেশে শান্তি নাই,
ফেইসবুকে পোস্ট, শেয়ার,ও কমেন্ট দেখে
কিছু মানুষের ঘুম নাই
ভালা কথা ও ভালা মাইনষের ভাত নাই,
ভালো মানুষের মূল্য নাই,
সমাজের মানুষের কাছে সঠিক বিচার নাই ,
আদালতে আইন নাই
কোট কাচারি চাইয়া দেখে
এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই ?
স্বাধীনতার দাম নাই,
মুক্তিযোদ্ধার মান নাই,
রেমিট্যান্স যোদ্ধার মূল্য নাই।
দেশ প্রেমিকে চাইয়া দেখে
এই দেশেতে উপায় নাই
এই দেশেতে ঠাঁই নাই
এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই,
যদি চোখ থেকে থাকে,
সত্য বলতে কেন সে ভয় পাবে।