আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতির মাঠ যখন টালমাটাল ঠিক এই সময়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন বিএনপির তিন নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাস।
গত ২৭ জুন খন্দকার মোশাররফ, গত ২৪ আগস্ট মির্জা ফখরুল এবং আজ (২৬ আগস্ট) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন মির্জা আব্বাস।
ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। এভারকেয়ারের হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি ২৭ জুন সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। রওনা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, “নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুরে যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে।এর আগে মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারিতে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন।
শনিবার চিকিৎসার জন্য ঢাকা ছাড়েন মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস ও দুই ছেলেও ছিলেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। এর আগে গত মে মাসে পাকস্থলীর সমস্যার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট