
মালদ্বীপ প্রবাসী খলিলুর রহমান এর ভাগ্নী শামছুন নাহার আখি,জিপিএ-৫ (এ+) পেয়েছে।
সে এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধিনে চাঁদপুর জেলা ১ কচুয়া উপজেলা ১১ নং দক্ষিণ গোহাট ইউনিয়ন এর
খাজুরিয়া লক্ষীপুর পীর সোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের থেকে। এস.এস.সি পরীক্ষায় অংশ নিয়েছিল।
রেজাল্ট দেওয়ার আগের রাত থেকেই বাসার সবাই, বিশেষ করে ওর মামা ও আম্মু ওর রেজাল্ট নিয়ে চিন্তিত ছিলেন।
আল্লাহর অশেষ রহমতে ও জিপিএ-৫ (এ+) পেয়েছে। আঁখির মামা,মালদ্বীপ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা খলিলুর রহমান তার ভাগ্নী আঁখির জন্য দেশে ও প্রবাসে সকলে কাছে দোয়া চেয়েছে। আখি যেনো ভবিষ্যতেও ওর সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।
মালদ্বীপ প্রবাসী খলিলুর রহমান খাজুরিয়া লক্ষীপুর পীর সোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের,সকল শিক্ষকদের শ্রদ্ধার সাথে সালাম জানিয়ে এএনবি টুয়েন্টিফোর ডট নেট-কে এক অডিও বার্তায় বলেন পীর সোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা দান করেছে তার জন্য_ই ছাত্র ছাত্রীরা ভালো রেজাল্ট করতে পেরেছে কুমিল্লা বোর্ড এর অধিনে এই স্কুল থেকে।
খলিলুর রহমান আরও বলেন সবাই দোয়া করবেন স্কুলের সকলস্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের জন্য আমিও দোয়া করি আল্লাহ অশেষ রহমত সব সময় এই স্কুলের উপর নাযিল করে আমিন ছুম্মা আমিন।
এএনবি২৪ ডট নেট /মাহামুদুল