ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। সোমবার (১৭ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।
তিনি বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটা জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আর আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো রকমের খোঁজ-খবর নেয়নি তারা।
ওই কেন্দ্রে দুপুর ২টার দিকে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমকে দেখে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন জনতা।
এসময় হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।
এর আগে বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেন হিরো আলম।
তখন তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ৬০০ লোক নিয়োগ দিয়েছি। এরমধ্যে এখন পর্যন্ত ১২টি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়া আমার ভোটারদের ঢুকতে দিচ্ছে না। এই নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দেহ করছি।
হিরো আলম অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দিয়েছেন।
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।