বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের কৃতি সন্তান
মালদ্বীপ প্রবাসী সাংবাদিক জাগো নিউজ এর মালদ্বীপ প্রতিনিধি মাহামুদুল প্রবাস থেকে ছুটিতে দেশে আসায় ভাই বন্ধু সবাইকে নিয়ে কেক কেটে
৩৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া, আলোচনা ,সহপাঠীদের উদ্যোগে কেক কেটে ও সম্মাননা ক্রেষ্ট প্রদানের মধ্যদিয়ে পালিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে, উদ্যোক্তা া ও কালিকাপুর ডিজিটাল সেন্টারের
মোঃ সাইদুর রহমান মিন্টুর আয়োজনে আনন্দঘণ পরিবেশে ১ জুন রাত আটটায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কালিকাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্বি মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জয়নাল হোসেন শামিম, বুড়িচং উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক,সাংবাদিক গীতি কবি আক্কাস আল মাহমুদ হৃদয়, মাওলানা মোহাম্মদ কাজী আল ইমরান।
অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ ও দেশকে ভালোবেসে লেখালেখি করার স্বীকৃতি স্বরূপ প্রবাসী সাংবাদিক মাহামুদুলকে কালিকাপুর ডিজিটাল পোষ্ট অফিস , কালিকাপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট ও অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাকিবুল হাসান আপেল, শওকত হোসেন ইমন, সাখাওয়াত হোসেন বিল্লাল,শাহ পরান মারজন, আরিফুর ইসলাম, মোঃ শরিফুল ইসলাম,ইকরাম হোসেন,বাছির,আরিফ,,ইয়ামিন,তানবীর হোসেন, মানিক চন্দ্র শীল, রাব্বানী,আনিসুর রহমান নায়িম,মাজারুল ইসলাম বাদন, তোফায়েল আহমেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে মাহমুদুল এর সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque