মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা এবং চলাচল নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ-২০২৩ এ তিন মাসে সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে সম্মাননা স্মারক এবং নগদ ১০ হাজার টাকা অর্থ পুরষ্কার প্রদান করেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাসিম খান (পিপিএম), সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান সহ কুমিল্লা রিজিয়নের সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট