মালদ্বীপের ১০০ শীর্ষস্থানীয় কোম্পানির মধ্যে আবারও স্থান করে নিয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা আহমেদ মোত্তাকির প্রতিষ্ঠান ‘মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ’।
মালদ্বীপ প্রতিনিধি।
বাংলাদেশের জন্য সত্যিই গর্বের মালদ্বীপে গোল্ড শতাধিক পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন বাংলাদেশী উদ্যোক্তার প্রতিষ্ঠাতাকে পুরস্কৃত করা হয়েছে। মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ মোত্তাকি টানা তিন বছর এই পুরস্কার পেয়েছেন
মালদ্বীপের ১০০ শীর্ষস্থানীয় কোম্পানির মধ্যে আবারও স্থান করে নিয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা আহমেদ মোত্তাকির প্রতিষ্ঠান 'মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ'।
গত মঙ্গলবার ১৬ মে মালদ্বীপের ক্রসরোড মাল্টি আইল্যান্ড রিসোর্টে এক অনুষ্ঠানে 'গোল্ড হান্ড্রেড গালা অ্যাওয়ার্ড' তুলে দেওয়া হয় মোত্তাকির হাতে। এর আগে, ২০২১,২২, সালে একই পুরস্কার পেয়েছিল তার প্রতিষ্ঠান।
[caption id="attachment_4391" align="alignleft" width="300"] ছবিতে, আহমেদ মোক্তাকি,মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বাংলাদেশ এর হাইকমিশনার,আবুল কালাম আজাদ।[/caption]
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। তিনি ব্যবসায়ীদের প্রশংসা করেন। পরে গোল্ড গালা অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ শ্রীলঙ্কার হাইকমিশনার, জাপানের ডেপুটি হাইকমিশনার।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের মিয়াবাড়ির সন্তান আহমেদ মোত্তাকি মালদ্বীপে তার কর্মজীবন শুরু করেন সরকারি স্কুলে শিক্ষকতা দিয়ে। এরপর তিনি সেখানে ব্যবসা শুরু করেন। এখন তিনি দেশটির একজন বড় উদ্যোক্তা।
আহমেদ মোত্তাকি মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারকের খ্যাতি পেয়েছে।বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মিয়াঞ্জ গ্রুপ পরপর তিনবার গোল্ড ১০০ পুরস্কার পেয়েছে। শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কৃষি খামারে অবদানসহ সেরা অনুশীলন, অর্থনীতিতে অবদান, নিয়মিত করদাতা, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদির জন্য মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আহমেদ মোত্তাকি এই পুরস্কারটি পেয়েছে।
এ ছাড়াও, তার প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।