ভাসমান এমন শহরের কথা শুনলেই চোখের সামনে ভাসতে থাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মানবসৃষ্ট ভাসমান শহর পাম দ্বীপের কথা। মূলত অবসর ও বিনোদন কেন্দ্র হিসেবে এই দ্বীপটি তৈরি হলেও মালদ্বীপের নতুন ভাসমান শহরের উদ্দেশ্য একটু আলাদা।
বিশ্বে অন্যতম সৌন্দর্যের দেশগুলোর মধ্যে বহুদ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ। এর রয়েছে সৌন্দর্যপূর্ণ অনেকগুলো দ্বীপ। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের গড় উচ্চতা এক থেকে দেড় মিটার মাত্র। ১২০০টি দ্বীপ নিয়ে এই দ্বীপরাষ্ট্র গঠিত। ভারত মহাসাগরের বুকে প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার জুড়ে মালদ্বীপের অবস্থান। মজার বিষয় হলো সমগ্র মালদ্বীপের আয়তন এর ৯৯ ভাগই জলরাশি।
এদেশের স্থলভাগের পরিমাণ মাত্র ১৯৮ বর্গ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়বে। ফলে ডুবে যেতে পারে প্রায় পুরো মালদ্বীপ। এই কথা মাথায় রেখে নতুন পরিকল্পনা হিসেবে ভাসমান শহর করার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপ দেশটির সরকার।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট