মালদ্বীপ থেকে।
পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যমন্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। শান্ত-মনোরম পরিবেশই পর্যটকদের প্রধান আকর্ষণ। যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। তীর ঘেঁষে গড়ে উঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি।
মালদ্বীপের সৌন্দর্যে সবাই মুগ্ধ। আর এ কারণে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মালদ্বীপ ভ্রমণে ভিড় করেন। বর্তমানে মালদ্বীপ সবারই স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে।
দেশটিতে মাত্র একটি ঋতু রয়েছে। সারা বছরের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৯৮ বর্গ কিলোমিটারের শতভাগ মুসলিম দেশ, মালদ্বীপে রাষ্ট্রীয় ভাষা ধিবেহী আর মালদ্বীপীয় রুপাইয়া হলো মুদ্রার নাম।
এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। সূর্যাস্ত যাওয়ার পর ঢেউয়ের তালে তালে জ্বল জ্বল করতে থাকে দেশটির বালুময় সমুদ্র সৈকত।
সমুদ্রের পানি থেকে বিচ্ছুরিত হয় অদ্ভুত আলো। সে এক অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময়ে আটকে থাকে। এজন্য অনেকের কাছেই হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের এই দেশ।
[caption id="attachment_3718" align="alignnone" width="300"] মালদ্বীপে ঘুরতে আসা বাংলাদেশি দাম্পত্য।[/caption]
সারা বিশ্বের পর্যটকরা এখানে হানিমুন, সৈকতে ছুটির জন্য বা শুধু বিশ্রাম নিতে আসেন। সারা বছরই এ দেশে মানুষের ভিড় লেগেই থাকে।
মালদ্বীপ ভ্রমণের সেরা সময় হলো জুলাই থেকে আগস্ট মাস। বিলাসবহুল ও সুন্দর ভিলা, সৈকত, সমুদ্রের তীরে সারিবদ্ধ লম্বা লম্বা গাছ স্থানটিকে আরও বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।
তবে অত্যন্ত সুন্দর এই স্থানে গিয়েও কিন্তু মানতে হবে কিছু নিয়মকানুন। না হলে আপনি বিপদে পড়তে পারে। তাই মালদ্বীপে যাওয়ার কথা পরিকল্পনা করলে প্রথমেই জেনে নিন সেখানে ঘোরাঘুরির সময় কোন কাজগুলো করলে বিপদে পড়বেন-
[caption id="attachment_3716" align="aligncenter" width="300"] মালদ্বীপে ঘুরতে আসা বাংলাদেশি দাম্পত্য । ছবি, সংগৃহীত[/caption]
রাস্তায় বিব্রতকর কাজ করবেন না
মালদ্বীপের রাস্তায় এমন কাজ করা নিষেধ, যা মানুষকে বিব্রত করবে। এমনকি রাজধানীর রাস্তায় হাঁটার সময় গালে চুম্বন করাকেও সেখানে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনটি করতে গিয়ে ধরা পড়লে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে।
অ্যালকোহল পান করা নিষিদ্ধ
মুসলিম দেশ হওয়ায় মালদ্বীপে প্রকাশে মদ খাওয়া নিষিদ্ধ। তাই এই বিষয়টি এড়িয়ে যেতে হবে। তবে আপনি যদি কোনো দ্বীপে হোটেল বা রিসোর্ট বুক করেন, তাহলে সেখানে এই নিয়ম প্রযোজ্য নয়।
বিকিনি শুধু রিসর্টের মধ্যেই সীমাবদ্ধ
মুসলিম দেশ হওয়ায় মালদ্বীপ গিয়ে জনসমক্ষে বিকিনি বা অতিরিক্ত খোলামেলা পোশাক পরা এড়িয়ে যাবেন। তবে মালদ্বীপের বেশ কিছু দ্বীপ রিসর্টে আপনি খোলামেলা পোশাক পরার সুযোগ পাবেন।
সৈকতে জুতা পরা নিষেধ
মালদ্বীপের সমুদ্রসৈকতে জুতা খুলে খালি পায়ে হাঁটতেই বেশিরভাগ মানুষ পছন্দ করেন। এটি অনুসরণ করেন স্থানীয়রাও। তাই জায়গাটি উপভোগ করতে বালুকাময় সৈকতের পাড়ে খালি পায়ে হাঁটাই ভালো।
সমুদ্রের পাশে আবর্জনা ফেলবেন না
বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সামুদ্রিক জীবন ও উদ্ভিদ। তবে বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা বাড়ায় ধীরে ধরে সামুদ্রিক বিশ্বের ভারসাম্যও নষ্ট হয়ে গেছে।
শুধু মালদ্বীপ নয়, যে কোনো দেশেই বেড়াতে যান না কেন সেখানকার সমুদ্র ও তার পার্শ্ববর্তী স্থান দূষিত করবেন না। ডাস্টবিনে আবর্জনা ফেলুন।
কালো কোরাল বা কচ্ছপ ও এর খোলস বেচাকেনা নিষিদ্ধ
মালদ্বীপে কালো কোরাল বা কচ্ছপের খোলস বেচাকেনা নিষিদ্ধ। এই কাজে ধরা পড়লে গুরুতর পরিণতি হতে পারে এমনকি কঠোর শাস্তিও ভোগ করতে হতে পারে। প্রকৃতপক্ষে ১৯৯৫ সাল থেকে মালদ্বীপে সামুদ্রিক কচ্ছপ ধরা, হত্যা ও কচ্ছপের পণ্য বিক্রি নিষিদ্ধ।
এএনবি২৪ ডট নেট /এম,এইচ,কে
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।