মালদ্বীপে সারাদেশে খারাপ আবহাওয়া,মালদ্বীপ মেটিওরোলজিক্যাল সার্ভিস (এমইটি) সারা দেশে সতর্কতা জারি করেছে।মালদ্বীপে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য সমুদ্রপথে চলাচলের সতর্কতা জারি,ভারীবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা
২৪ জানুয়ারি সকালে মালদ্বীপের আবহাওয়া অফিস জানায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বাতাসের ঘতি থাকবে প্রতি ঘন্টায় ৪০ মাইল।সাগরের ঢেউ চার থেকে ছয় ফুট উঁচু হবে,মালদ্বীপের আবহাওয়া দফতর সাগর পথে চল মানুষকে সাবধানে যাতায়াতের পরামর্শ দিয়েছে।
এই সতর্কতার সময় সমুদ্র পথে চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । যেসব এলাকায় ঝড়ের কারণে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে সেসব এলাকায় বসবাসকারী লোকজনের জন্য নিরাপদ এলাকায় যাওয়ার জন্য বলা হয়েছে।
এএনবি২৪ ডট নেট /
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।