চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ‘হোটেল ভোজন বিলাশ’ এর হলরুমে এশিয়ান টিভির দশ বছর পেরিয়ে এগারো বছরে পদাপর্ণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার দীপ্তি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, মোশাররফ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, পৌর আ’লীগ নেতা মেহেরুল্লাহ্ কাশেম প্রমুখ।
এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি কামাল হোসেন নয়ন এর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মিয়াজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সাংবাদিক আব্দুল মান্নান, আকতারুজ্জামান, এমদাদ উল্যাহ্, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, এম এ আলম, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, এম এ হাসান, খোরশেদ আলম, কাজী সেলিম, জহিরুল ইসলাম সুমন, মোতালেব হোসেন, ইয়াছিন ফারুক ভূঁইয়া, শরীফ ইমাম, মেহরাব অপি, শাহরিয়ার ইমন জয়, নাজমুল ইসলাম, পৌর আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, ওয়ালী উল্লাহ্ পারভেজ, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ।
এএনবি২৪ ডট নেট /ম,ফ,ইমন
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট