আমেরিকার মিনেসোটা প্রদেশের এক প্রাক্তন স্কুল শিক্ষিকার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। বলা হয়েছে, ওই স্কুল শিক্ষিকা তাঁর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন। মিডল স্কুলে বিজ্ঞান পড়াতেন তিনি এবং সঙ্গে ভলিবলের কোচও তিনি ছিলেন। তাঁর বিরুদ্ধেই ফোর ডিগ্রি যৌন হেনস্থার অভিযোগ করেছে পুলিশ। কারণ, একজন নাবালক, অর্থাৎ ১৬ বছরের বালকের সঙ্গে তিনি যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন। নিজের বাড়িতে ডেকে তিনি এই কাণ্ড দিনের পর দিন ঘটিয়েছেন বলে অভিযোগ।
২০১৯ সাল থেকে এই ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষিকা ওই ছাত্রের মেন্টর বা গৃহশিক্ষক ছিলেন। সেখানেই সম্পর্ক তৈরি হয়। যদিও ছেলেটি নাবালক বলে এটি যৌন হেনস্থারই অংশ। ২০১৯ সালের জুন মাসেই পুলিশের কাছে এই বিষয়ে তথ্য যায়। তাঁরা সঠিক তথ্য প্রমাণের জন্য অপেক্ষা করতে থাকেন। পুলিশ গ্রেফতার করার পর ওই বালক এবং ওই শিক্ষিকা দু’জনেই জানিয়েছে, একাধিকবার তাঁরা যৌন সংসর্গ করেছেন। পুলিশের কাছে ওই শিক্ষিকা জানিয়েছে , কী ভাবে তাঁর যৌন সাধ তিনি পূরণ করতেন। জেরার মুখে সবটাই স্বীকার করেছেন তিনি। এদিকে ১৬ বছরের ওই ছাত্রের মা অভিযোগ করার সময় বলেছেন, তাঁর প্রথম সন্দেহ হয় শিক্ষিকার সঙ্গে তাঁর সন্তান যখন ফোনে কথা বলছে, তখন। পুলিশ পরে চ্যাট উদ্ধার করে দেখে, সেখানে যথেষ্ট যৌন উস্কানি মূলক কথাবার্তা ছিল। প্রাথমিকভাবে জুন মাসে এই অভিযোগ ওঠার পরেই ওই শিক্ষিকা স্কুলের চাকরি থেকে ইস্তফা দেন। কিন্তু তারপরেও গৃহশিক্ষিকা হিসাবে কাজ করছিলেন তিনি। সেই সময়ে সম্পর্ক আরও শারীরিক হয় বলে মনে করা হচ্ছে।
[caption id="attachment_3442" align="aligncenter" width="294"] প্রতীকী ছবি[/caption]
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
Design and Developed by: Inzamul Hoque