নেপালের পোখরায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
ইয়েতি এয়ারলাইন্স বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।
বিমানটিতে ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। যার মধ্যে ৬ শিশুও রয়েছে। এছাড়া ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রুশ, ২ জন কোরিয়ান এবং ১ জন আর্জেন্টিনার যাত্রী ছিল। আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের একজন করে যাত্রী ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েতি বিমান সংস্থা।
বিমান দুর্ঘটনার পর ৩১টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে বার্তা সংস্থা এএপিকে জানিয়েছে নেপালি পুলিশ। এছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়ে সেখানে আরও ৩৬ জনের মরদেহ পাওয়া যায়।
নেপালের সাংবাদিক দিলিপ থাপা এনডিটিভিকে বলেন, বিমানটিতে ব্যাপক অগ্নিকাণ্ডের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
এদিকে বিমান দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্ম কামাল দাহাল জরুরি এক মন্ত্রীসভা ডেকেছেন।
নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিটিনে কাঠমুন্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট