মালদ্বীপে কে,বলিধুফারুতে ১৪ ফুটের বেশি লম্বা কুমির পাওয়া গেছে।
শুক্রবার ১৩ জানুয়ারী সকালে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম গুলো এই খবর প্রকাশ করেছে, তারা খবরে লিখনে পর্যটন রিসোর্টে হিসেবে গড়ে উঠা কাফু অ্যাটল বলিধুফারুর লেগুনে কুমিরটিকে পাওয়া যায়।
মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) এর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে বিশাল কুমিরটিকে উপহ্রদ থেকে বন্দী করা হয়েছে এবং দ্বীপ থেকে ২৪ মাইল দূরে সমুদ্রে আবার ছেড়ে দেওয়া হয়।
মালদ্বীপে সাগরে মাঝে মাঝে যদিও কুমির দেখা যায়। তবে এখন পর্যন্ত মালদ্বীপের জলসীমায় কেউ কখনো কুমির দ্বারা আক্রান্তের শিকার হয়নি।
এএনবি২৪ ডট নেট/ মাহামুদুল
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট