মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড, শুক্রবার ২৩ ডিসেম্বর জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বছর থেকে প্রথমবারের নিয়মিত মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করবে।
ব্রিটিশ এয়ারওয়েজ বর্তমানেও মালদ্বীপে চলাচল করে, তবে শুধুমাত্র শীত মৌসুমে। এয়ারলাইনটি এ বছরও মালদ্বীপে মৌসুমী ফ্লাইট পরিচালনা করছে।
মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানির কমিউনিকেশন ম্যানেজার শাম্মান শাকির স্থানীয় গণমাধ্যম কে বলেন ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বছর মৌসুমী ফ্লাইটের বর্তমান ব্যবস্থার বিপরীতে মালদ্বীপে নির্ধারিত ফ্লাইট শুরু করবে।
যেহেতু শীতকাল বিরাজ করছে - ব্রিটিশ এয়ারওয়েজ প্রতিদিন মালদ্বীপে চলাচল করে। শাম্মন বলেন, গ্রীষ্মকালীন মৌসুমের সময়সূচী এখনো প্রকাশ করা হয়নি।
“ব্রিটিশ এয়ারওয়েজ সবসময় মালদ্বীপে চলাচল করে, তবে শীতের জন্য মৌসুমী ভিত্তিতে। আগামী বছরের মতো গ্রীষ্মেও তারা ফ্লাইট পরিচালনা করবে। সারা বছর ধরে, আগে শীতকালীন করতেন এখন পুরো বছরের চালু হচ্ছে,”
শাম্মান বলেন যে বর্তমানে ব্রিটিশ এয়ারওয়েজ এর প্রতিটি ফ্লাইটে ২৯৭ জন যাত্রী আসা যাওয়া করে । ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের পতাকাবাহী সংস্থা।
ইউকে ঐতিহ্যগতভাবে মালদ্বীপের অন্যতম জনপ্রিয় পর্যটন বাজার। বর্তমানে, যুক্তরাজ্য মালদ্বীপের শীর্ষ দশটি পর্যটন বাজারের তৃতীয় স্থানে রয়েছে – মোট আগমনের ১০.০৪ শতাংশ ।
[caption id="attachment_2792" align="aligncenter" width="255"] ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট। (ছবি/পর্যটন মন্ত্রণালয়)[/caption]
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট