মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় একুভেনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করে প্রবাসীদের জন্য এই প্রীতি ক্রিকেট ম্যাচ।
গত ১৬ ডিসেম্বর মালদ্বীপ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে আয়োজিত প্রবাসীদের এই খেলায় দর্শক ও ক্রিকেটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। প্রচণ্ড রোদ আর মাঝে আশা ঘুরি বৃষ্টি উপেক্ষা করে মালদ্বীপে ক্রিকেট খেলা উপভোগ করতে প্রবাসী বাংলাদেশি দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিডিও নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন এএনবি২৪ ইউটিউব চ্যানেল।
বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মালদ্বীপের পররাষ্ট্র সচিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।জাপানি রাষ্ট্রদূত,চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান,শ্রীলঙ্কার হাইকমিশনার ও ইউএই আন রেসিডেন্স সমন্বয়কারীর চার্জ ডি অ্যাফেয়ার্স বাংলাদেশ হাইকমিশন এর প্রথম সচিব শ্রম মো.সোহেল পারভেজ ও ডক্টর মুক্তার আলী লস্কর সহ প্রবাসী কমিউনিটির নেতারা।
মালদ্বীপ সহ সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ।
[caption id="attachment_2669" align="alignright" width="300"] প্রধান অতিথি,বিশেষ অতিথি, বিজয়ী দল[/caption]
বৃষ্টি বিঘ্নিত প্রীতি ক্রিকেট ম্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করা দুটি দলের মধ্যে প্রবাসীদেরকে নিয়ে গঠিত বাংলাদেশ হাইকমিশনার ক্রিকেট দল ও মালদ্বীপ ন্যাশনাল ক্রিকেট দল এই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৯ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন মালদ্বীপের ন্যাশনাল ক্রিকেট দল।আরও পড়ুনঃ১৬ বছরে পদার্পণ করেছে এমআই কলেজ,কৃষি গবেষণায় তাদের সাফল্য চোখে পড়ার মত
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্য প্রথমে সবাইকে বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে থাকলেও আমরা দেশের সংস্কৃতি আমরা কখনও ভুলি না, দেশের মতো প্রত্যেকটি দিবসে আমরা ভিন্ন, ভিন্ন আয়োজন নিয়ে আসি। তবে বিজয়ের মাসটা আমাদের জন্য বিশেষ কিছু, এ মাসটা আমরা নানাভাবে উদযাপন করে থাকি। এরই অংশ হিসেবে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। সফল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা তাদের সকলকে ধন্যবাদ জানান বাংলাদেশ হাইকমিশনার। আরও পড়ুন। মালদ্বীপে সম্মানসূচক অ্যাওয়ার্ড পেলেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপের ন্যাশনাল ক্রিকেট দলের অধিনায়ক আদাম নাসিফকে চ্যাম্পিয়নস ট্রপি হাতে তুলে দেন বাংলাদেশ হাইকমিশনার ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব। রানার্সআপ বাংলাদেশ হাইকমিশনার ক্রিকেট দলের পুরস্কার গ্রহণ করেন ক্যাপ্টেন বাবুল হোসেন। এবং ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের মালিনদা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট