
গুলিফারু আইল্যান্ডে অগ্নিকাণ্ড: ৬ জন গুরুতর আহত
মালদ্বীপের রাজধানী থেকে একটু দূরে গুলিফারু নামক আইল্যান্ডে, ভারতের Afcons ইনফ্রাস্ট্রাকচারের ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের একটি আবাসনে আগুন লাগে।আবাসন ব্লকে আগুনে ছয়জন গুরুতর আহত হয়েছে, মালদ্বীপের পুলিশ এর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ১২টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পায় মালদ্বীপের পুলিশ এ ঘটনায় মোট ৭৬ জন আহত হয়েছে যাদের মধ্যে ৬৩ জনকে হুলোহুলো মালে ট্রিটপ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৩ জনকে মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচে) চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে কোনো প্রাণহানি হয়নি।
স্থানীয় গণমাধ্যম নিহতের কোন খবর প্রকাশ করেনি এবং কোন দেশের শ্রমিক সেই বিষয়ে কিছু জানাননি।
উল্লেখ রাজধানী মালেতে একটি শ্রমিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার ঠিক এক মাস পর এই আগুন লাগার ঘটনা ঘটেছে।